কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট দীন মোহাম্মদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট দীন মোহাম্মদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

 

ঢাকা ০৬ নভেম্বর ২০২১ :

 

কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট দীন মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

 

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এডভোকেট দীন মোহাম্মদের মৃত্যু কিশোরগঞ্জের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কিশোরগঞ্জে বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

 

রাষ্ট্রপতি মরহুম দীন মোহাম্মদের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এডভোকেট দীন মোহাম্মদ গতকাল কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ