আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ডোয়াইন ব্রাভো। এর মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের সুদীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সমাপ্তি টানতে যাচ্ছেন এই মারকুটে অলরাউন্ডার।

বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান চ্যাম্পিয়নরা এবারের আসরে সুপার টুয়েলভের বাধাই পার হতে পারল না। এমন হারের পরেই নিজের অবসরের ঘোষণা দেন ব্রাভো।

জাতীয় দলের জার্সিতে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮ উইকেট ও হাজারেরও বেশি রান করেছেন ব্রাভো। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। এ ফরম্যাটে দারুণ কার্যকরী বোলিং বৈচিত্র্য তাকে অন্য সবার থেকে আলাদা করেছে।

সর্বশেষ