শোচনীয় হারে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

শোচনীয় হারে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় রানের ১ রানের মাথায় ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ফিরেন জজ হ্যাজলউডের শিকার হয়ে ৫ রান করে। এইদিন ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারেনি অভিজ্ঞ মুশফিকুর রহিম। গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরেন ১ রান করে। দ্রুত তিন উইকেট হারিয়ে বসা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব যখন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ওপেনার নাইম শেখের কাঁধে। ঠিক তখনি জজ হ্যাজলউডের শিকার হয়ে ১৭ রানে বিদায় নেন নাইম। নাইমের বিদায়ে ব্যাট করতে নেমে আফিফ ফিরেন ডাক মেরে।

দলের এমন বিপর্যয়ে তরুণ শামীম হোসেনকে সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ২৯ রানে জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ব্যক্তিগত ১৯ রানে শামীমকে ফিরিয়ে সেই জুটি আর বড় হতে দেননি জাম্পা। শামীমের বিদায়ে শেষের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভারে মাত্র ৭৩ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জম্পা নেন ৫টি উইকেট ২টি করে উইকেট নেন জজ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৪০ রানের মাথায় অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ। সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ১৮ রানে শরিফুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেন ডেভিড ওয়ার্নার। দুই ওপেনারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে মাঠ ছাড়েন দুই টপঅর্ডার মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল।

সর্বশেষ