আফগানদের হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেলো ভারত

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানে জয় পেয়েছে ভারত।

গতকাল রাতে আবুধাবির শেখ জাহেদ স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় ভারত। তবে ব্যক্তিগত ৭৪ রানের মাথায় রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে ভারতের ১৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আফগান লেগস্পিনার রশিদ খান। ৪৭ বলে রোহিতের ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিলো ৮টি চার এবং ৩টি বিশাল ছক্কায়। সঙ্গীকে হারিয়ে বেশিদূর এগিয়ে যেতে পারেনি অন্য ওপেনার লোকেশ রাহুল। ৮টি চার আর ৩টি বিশাল ছক্কায় গুলবদিন নাইবের ইয়র্কারে ভুল শট খেলতে গিয়ে আউট হন ৬৭ রান করে। দুই ওপেনারের বিদায়ে তিনে ব্যাট করতে নামা উইকেটকিপার রিশাভ পান্টকে সঙ্গী করে তৃতীয় উইকেটে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। তাদের দুইজনের অবিচ্ছিন্ন এই জুটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।১৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া সমান সংখ্যাক বল খেলে ২৭ রানে অপরাজিত থাকেন পান্ট। আফগানিস্তানের হয়ে রশিদ খান এবং গুলবদিন নাইব নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে দলীয় ১৩ রানের মাথায় ওপেনার মোহাম্মদ শেহজাদকে হারায় আফগানিস্তানকে। সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ১৩ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে ফিরেন অন্য ওপেনার জাজাই। দ্রুত দুই ওপেনারের বিদায়ে দল যখন বিপাকে ঠিক তখনি তিনে ব্যাট করতে নামে রহমতউল্লাহকে সঙ্গী করে শুরুর ধাক্কা সামাল দিতে চাইছিলো গুলবদিন নাইব। তবে ব্যক্তিগত ১৯ রানে রহমতউল্লাহকে ফিরিয়ে আফগানদের তৃতীয় উইকেটের ৩৫ রানের জুটি ভাঙেন জাদেজা। সঙ্গীকে হারিয়ে অশ্বিনের শিকার হয়ে নাইব ফিরেন ১৯ রান করে।

দলের এমন পরিস্থিতিতে এইদিন ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারেনি নাজিব জাদরান। জাদরানের বিদায়ে মাঠে আসা করিম জান্নাতকে সঙ্গী করে সপ্তম উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান অধিনায়ক মোহাম্মদ নবী। তবে ব্যক্তিগত ৩৫ রানে নবীকে ফিরিয়ে সেই জুটি আর বড় হতে দেননি অশ্বিন। শেষদিকে যোগ্য সঙ্গীর অভাবে ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে জান্নাত। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানদের ইনিংস আটকে যায় ৭ উইকেটে ১৪৪ রানে। ভারতের হয়ে মোহাম্মদ শামী নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন রবীচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ।

এর আগে দিনে প্রথম ম্যাচে টুর্নামেন্টের নবাগত দল নামিবিয়াকে ১৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭০২ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে আটকে যায় নামিবিয়ানরা।

সর্বশেষ