সমলোচনা মেনে নিতে হবেঃ তাসকিন

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ দল খারাপ খেললে সমলোচনা হবে আর এটা সবাইকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে কোনভাবে সুপার টুয়েলভে উঠলেও সুপার টুয়েলভে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ বাংলাদেশ জাতীয় দল। হেরেছে চার ম্যাচের সবকটি তাইতো দেশের আকাশে এখন বইছে সমলোচনার ঝড়। তবে এমন সমলোচনার বিপক্ষে গিয়ে অনেক ক্রিকেটার অভিমান করলেও বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদের মতে দল যদি খারাপ খেলে অবশ্যই সমলোচনা হবে আর এটা সবাইকে মেনে নিতে হবে।

গতকাল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের বাজে হারের পর সংবাদ সম্মেলনে সমলোচনা নিয়ে তাসকিন আহমেদ বলেন, “আমরা অনেক আশা নিয়ে এইখানে এসেছিলাম। তবে আমরা স্বপ্ন আর আশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। দলের ফলাফল ভালো না হলে সবকিছুই অনেক কঠিন হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক, ভালো না খেললে অনেক কথা হয়। সব মিলিয়ে খেলোয়াড়রা চাপে থাকে”।

সর্বশেষ