ধামইরহাটে জেল হত্যা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) থেকে স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবিব পান্নুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ