আগৈলঝাড়ায় মেম্বার পদপ্রার্থী রফিকুল সেরনিয়াবাতের মোরগ মার্কার সমার্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- বরিশালের আগৈলঝাড়ায় মেম্বার পদপ্রার্থী রফিকুল সেরনিয়াবাত(মারুফ) কে মোরগ মার্কার সমার্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মৃধা বাড়ির উঠানে গৈলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মারুফ সমার্থনে উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামীলীগ ৮নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান মল্লিকের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন তারিকুল ইসলাম সেরনিয়াবাত,আলি আহমেদ সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক(নান্না),রাহাৎ সেরনিয়াবাত,হাসান মৃধা, হাফিজুল মৃধা,ইয়ার মোহাম্মদ সেরনিয়াবাত,উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আনিচুল হক সেরনিয়াবাত,রিপন সেরনিয়াবাত, উপজেলা সেচ্ছাসেবক লীগ রবিন সরদারসহ অন্যনরা।

সর্বশেষ