All single railway lines to be transformed into double line: Sujon

All single railway lines to be transformed into double line: Sujon

 

DHAKA, Nov 1,2021 (BSS) –

 

Railway Minister Mohammad Nurul Islam Sujon today
said the government has taken initiative to transform all single line into
double line as most of the railway line of the country is single line.

“Steps have been taken to transform all single line into double line in
phases while country’s most of the railway line is single,” he said.

The railway minister made this comment while Russian envoy in Bangladesh
Alexander Vikentyevich Mantytskiy called on him at Rail Bhaban here.

Sujon said, “Our railway is divided by the River of Jamuna-Broad-gauge is
in western side and meter-gauge is in Eastern side-“all the railway lines
will be transformed to broad-gauge in phases,” he added.

Seeking Russian investment in the railway sector, the railway minister said
Russian played significant role during the War of Independence and the
country also recognized Bangladesh as an independent state after the
liberation war.

Regarding the government investment in the sector, the minister said the
Prime Minister has formed individual ministry in 2011 considering the demand
of the people on the railway, adding that “The government begins investment
in the sector since then.”

During the meeting, the railway minister said “we are looking for foreign
investment in the railway sector. Many projects are now going on in the
railway and more new projects also will be taken in this service sector in
future.”

Revealing implementation of master-plan in the railway sector, he said
“procurement of new coaches, engines for the railway, newlines also are being
constructed in the railway.”

Construction and renovation of railway bridges and modernization of the
signaling system also are going on in the sector, he said. Russia could be
invested in these sectors including establishment of a joint training
institute with Bangladesh, Sujon told the meeting.

Railway Ministry secretary M Selim Reza, Director General of Bangladesh
Railway Direndra Nath Majumder, Third Secretary of the Russian High
Commission, among others, attended the meeting.

 

রেলপথ মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা নভেম্বর ০১ ২০২১ :

 

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এর সাথে আজ রেলভবনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Vikentyevich Mantytskiy সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রেলপথ মন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে রেলখাতে রাশিয়ার বিনিয়োগের আহ্বান জানান। তিনি স্বাধীনতার সময় রাশিয়ার ভূমিকা উল্লেখ করেন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে স্বীকৃতি দানের কথাও তুলে ধরেন।

রেলপথ মন্ত্রী বলেন, আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। পর্যায়ক্রমে সকল লাইনকে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এছাড়া আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার‌ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী আরো উল্লেখ করেন, জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে।

মন্ত্রী এ সময় তার বক্তব্যে বলেন, রেলখাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প গ্রহণ করা হবে। রেলখাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এসময় বাংলাদেশের রেলখাতে চলমান উন্নয়ন প্রকল্পে রাশিয়ার বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, রেলওয়েতে নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ, নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশের সাথে যৌথভাবে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনসহ এ সকল ক্ষেত্রে রাশিয়া বিনিয়োগ করতে পারে।

রাশিয়ান রাষ্ট্রদূত এ সময় রেলপথ মন্ত্রীকে রাশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানালে মন্ত্রী রাশিয়ার রেল যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তিসহ সেখানকার রেলওয়ে কোচ ও ইঞ্জিন তৈরির কারখানা সরেজমিনে দেখার জন্য প্রস্তাব গ্রহণ করে আগামী মাসে উপযুক্ত সময়ে রাশিয়া ভ্রমণের সম্মতি জানান।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রাশিয়া দূতাবাসের তৃতীয় সচিব অ্যান্টন ভেরেসচাগিন এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ