আন্তর্জাতিক ক্রিকেটে মিরপুর মাঠ সবচেয়ে খারাপঃ জাম্পা

আন্তর্জাতিক ক্রিকেটে মিরপুর মাঠ সবচেয়ে খারাপঃ জাম্পা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক ঃ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বাংলাদেশের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে সবচেয়ে খারাপ উইকেটে বলেছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। তাইতো আবার ফিরে এলো মিরপুরে সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের কথা। তবে সেই সিরিজে অজিদের ভরাভুবির জন্য বাংলাদেশের মিরপুর মাঠকে দায়ি করেছেন দলটির লেগস্পিনার অ্যাডাম জম্পা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে খারাপ উইকেটও মিরপুর। মিরপুর উইকেট নিয়ে বলতে গিয়ে জাম্পা বলেন, “বাংলাদেশের বিপক্ষে ঢাকার মিরপুরে আমরা যেই উইকেটে খেলেছি সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ উইকেট এটি। এমন উইকেট কোনভাবে খেলার উপযুক্ত নয়। বাংলাদেশের বিপক্ষে আমাদের হারের মূল কারণ ছিলো মিরপুরের বাইশ গজ”

সর্বশেষ