PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
স্থানীয় সরকার প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হতে পারে না : তাজুল ইসলাম

স্থানীয় সরকার প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হতে পারে না : তাজুল ইসলাম

 

ঢাকা ৭ নভেম্বর ২০২১ :

 

পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত পৌরসভার নবনির্বাচিত মেয়রগণের জন্য ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে। এসব প্রতিষ্ঠান নিজেদের আয় দিয়ে পরিচালিত হওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সরকার বড় বড় অর্থাৎ মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাজস্ব আয় দিয়ে এলাকাভিত্তিক উন্নয়ন করবে। পৌরসভাসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ইনকাম জেনারেশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া নাগরিকদের উপার্জনক্ষম করার দায়িত্বও জনপ্রতিনিধিদের নিতে হবে।

মোঃ তাজুল ইসলাম জানান, পৌরসভার মেয়র কর্মচারীর বেতন দিতে পারেন না এটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। এসব প্রতিষ্ঠানকে কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদানসহ উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে হবে।

প্রতিটি পৌরসভায় অপার সম্ভাবনা রয়েছে। দেশের মানুষের স্বার্থে যা যা করার দরকার তাই করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রতিটি দেশেই একটি শক্তিশালী কাঠামো। স্থানীয় পর্যায়ের মানুষকে সময়মত নাগরিক সেবা দিতে এসব প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। পৌরসভাতে জনগণের সংকট থাকলে সেগুলো পূরণ করার তাগিদ দিয়ে মন্ত্রী আরো বলেন, মানুষের মন পেতে হলে তাদের সেবা করতে হবে। জনগণ সাথে থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। কোর্সে দেশের একশোর বেশি পৌরসভার মেয়র অংশ নিচ্ছেন।

সর্বশেষ