PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দায়ে আইনজীবীকে অর্থদণ্ড

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এক আইনজীবীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার সন্ধা ৭টার দিকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হোসেন এ অর্থদণ্ড দেন।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, নির্বাচনী এলাকায় স্বতন্ত্র পার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দায়ে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২ নভেম্বর খাউলিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এ বিষয়ে জানাতে অ্যাড. গোলাম কিবরিয়া তারিকের সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ