PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল বুধবার

চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল বুধবার

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল আগামী বুধবার (১০ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা।

ইসি সূত্র জানায়, বুধবার (১০ নভেম্বর) বিকল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, সভার এজেন্ডায় ইউপির চতুর্থ ধাপ নির্বাচনের বিষয়টি রয়েছে। তবে এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে তা কমিশন সভায় নির্ধারণ করা হবে। এছাড়াও পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচনের বিষয়ও কমিশন সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ