এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন গুলোতে হাওয়া বয়তে শুরু করেছে। অপ্রিয় হলেও সত্য যে বিগত সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা ও পৌরসভানির্বাচন পর্যন্ত নৌকা প্রতীকের বিজয় দেখে এখন আর কোন চেয়ারম্যান প্রার্থীর বুঝতে বাকি নেই যে নৌকা প্রতীক পেলেই বিজয় নিশ্চিত।
এটা মনে প্রানে গেথে গেছে চেয়ারম্যান প্রর্থীদেরদেরচিন্তা চেতনায়। আর এই নৌকাপ্রতীক পাওয়ার জন্য এখন আর ভোটারদের নিকট যেতে চান না চেয়ারম্যান প্রর্থীগণ। বরং নেতা এমপিদের দুয়ারে দুয়ারে ঘুরতে শুরু করেছেন প্রার্থীগণ।ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে উপলক্ষ করে জনগণের মতামত বা ভোটারদের সাথে গণ সংযোগে ভাটা পড়েছে প্রতিটি ইউনিয়নে। নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে গত ৩য় ধাপের তফসিলে ভৈরবের নাম না থাকায় ৪র্থ ধাপে তফসিলে ভৈরবের নাম ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রার্থীদের দৌড় ঝাপ অনেক বেড়ে গেছে তবে সেই দৌড় ঝাপ বরাবরের মত ভোটারদের নিকট নয়। এই দৌড় ঝাপ হচ্ছে নেতানৌকা প্রতীক পাওয়ার জন্য নেতাএমপিদের নিকট। নৌকা প্রতীক পাওয়ার জন্য