ভৈরবে জেল হত্যা দিবস পালিত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে   আজ ৩রা নভেম্বর বুধবার  উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীলীগের  উদ্যেোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামলীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। এদিনটির শুরুতে সূর্য উদয়ের সাথে সাথে দলীয় অফিসে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ালীগের নেতৃবৃন্দরা। পরে বিকেলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে  আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু।  এছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,যুগ্ম সম্পাদক খলিলুর রহমান,  সহসভাপতি অহিদ মিয়া,  পৌর  আওয়ামীলীগের সভাপতিএস এম বাক্কি বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারন সম্পাদক সৈকত আলামিন প্রমুখ। এময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে ৩রা নভেম্বরে জাতীয় চার নেতা জেল খানায় গুলি করে হত্যা করা হয়।জেল খানা একজন মানুষের জন্য সর্বচ্চ নিরাপদ স্থান কিন্তু আজকের এই দিনে ঘাতক মোশতাক আহমেদের নির্দেশে সেদিন জাতিকে মেধাবী শূন্য করার জন্য এই চার নেতাকে হত্যা করা হয়।এই হতকান্ডে জড়িতদের চিহ্নিত করে ফাসিঁর কাষ্ঠে ঝুলিয়ে বিচারের দাবি জানান বক্তাগণ। পৃথিবীর ইতিহাসে ৩রা নভেম্বরের মত এমন ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি।তাই এই চার নেতার হত্যাকারীদেরকে খুজেঁ বের করে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ। আলোচনা সভা শেষেএই চার নেতার জন্য দোয়া করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সর্বশেষ