এম আর ওয়াসিম ভব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ প্রায় ৯ মাস আগে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের গোলাপ মিয়ার মেয়ে শারমিন আক্তারের(১৯) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ গ্রামের ফিরুজ মিয়ার ছেলে সৌদি প্রবাসী নাদিম মিয়ার। এরই মধ্যে গত শনিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ গ্রামে গৃহবধূ শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ।
কিন্তু এই মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য। গৃহবধূর পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই পেক্ষিতে (১৮ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ভৈরবে দূর্জয় মোড়ে শারমিন হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের দাবি শারমিন গোয়াল ঘরে শোয়ানো অবস্থায় হাত পা এদিক সেদিক ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। তাদের দাবি শারমিনকে হত্যা করেছে তার শাশুড়ি সাহেরা, শ্বশুর ফিরুজ মিয়া ও ননদ চাঁদনী বেগম । তাই তাদের মেয়ে শারমিন হত্যার বিচার দাবী জানায়।