বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বৈশ্বিক ক্রীড়াজগতের অন্যতম সংবাদমাধ্যম গোলের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ২০১৫ সালের পর দীর্ঘ বিরতির দিয়ে দর্শক ভোটে আবারো গোলের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার উঠেছে আর্জেন্টাইন অধিনায়ক এবং বর্তমান সময়ের আলোকিত ফুটবলার লিওনেল মেসির হাতে।

এই নিয়ে মোট পাঁচবার এই পুরুষ্কার জিতেছেন তিনি। এর আগে ২০০৮, ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে দর্শকদের ভোটে গোলের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন বিশ্ব ফুটবলের ক্ষুদে এই ম্যাজিশিয়ান। তবে বর্ষসেরা পুরুষ্কার জিততে অবশ্য অনেক কষ্ট করতে হয়েছিলো মেসির অনুসারীদের। ৫০.০৯% ভোট পেয়ে মেসি এই পুরুষ্কার জিতলেও মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছিলেন কেবল মেসির চেয়ে ২৪ ভোট কম অর্থাৎ রোনালদোর ঝুলিতে পড়েছে ৪৯.৯১% ভোট!

সর্বশেষ