জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ ইউনিট।
গত ৯ নভেম্বর ভর্তি পরীক্ষায় উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
ক্রমান্বয়ে প্রতিটি হলের নেতাকর্মীরা সেখান থেকে শিক্ষার্থীদের সহযোগিতা দিয়ে আসছে। ভর্তি পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের সহযোগিতা দিয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ।
এসময় দেখা যায়,বিনামূল্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বই-খাতা-ব্যাগ ও মোবাইল রাখছে সংগঠনটি।