অক্টোবরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন সাকিব

অক্টোবরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন সাকিব

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ অক্টোবরের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইঞ্জুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে ছিটকে যাওয়ার কারণে খেলতে পারছেন না সুপার টুয়েলভে নিজেদের শেষ দুই ম্যাচ।

তবে বিশ্বকাপের প্রথম রাউন্ড এবং সুপার টুয়েলভে নিজের অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ (অক্টোবর) সেরা ক্রিকেটার জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও আইসিসির মনোনীত তালিকায় আছেন পাকিস্তানের আসিফ আলি এবং নামিবিয়ার হয়ে বিশ্বকাপে মাঠ মাতানো ডেভিড ভিসা। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। এর আগেই জুলাইয়ে মাস সেরার ক্রিকেটারের তালিকার জন্য মনোনয়ন পেয়েছিলেন সাকিব।

সর্বশেষ