বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতি এলাকাবাসীর মুখে মুখে

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলা জেলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নানা ধরনের দুর্নীতির কথা এখন এলাকাবাসীর মুখে মুখে।

সম্প্রতী একটি ঘটনায় ইউনিয়নের নানা রকমের দুর্নীতির চিত্র ফুটে উঠেছে।

তথ্যমতে জানা যায় সরকারি হিসেব মতে একটি জন্মনিবন্ধন ফরমের মূল্য ৫০ টাকা হলেও বদরপুর ইউনিয়নে তা ১৭০ টাকা থেকে শুরু করে কারো কারো কাছ থেকে আরো বেশি টাকাও নেওয়া হচ্ছে।  অনেকদিন ধরে চলতে থাকা এই দুর্নীতির বিরুদ্ধে জনগন সোচ্চার হলে বেরিয়ে আসে আরো বহু অপকর্মের ঘটনা। আর এসব দুর্নীতিতে মদদ দিচ্ছেন ইউনিয়নের চেয়ারম্যান।

সম্প্রতি ঘটনায় দেখা যায় ইউনিয়নের সচিব জনগণের তোপের মুখে এসব দুর্নীতির কথা অকপটে স্বীকার করেন এবং দুর্নীতির টাকা চেয়ারম্যানসহ অনান্যরাও ভাগ করে নেন বলে জানান।

অনেকদিন ধরে চলতে থাকা এসব দুর্নীতি সম্পর্কে এলাকাবাসী জনান যে একটা জন্ম নিবন্ধন সরকারি ফ্রি ৫০ টাকা কিন্তু এটা সাধারণ জনগন জানেন না বলেয় ইউনিয়ন পরিষদের সচিব ১৭০ টাকা থেকে ৭০০ টাকাও নিয়ে থাকেন যার ফলে অসহায় মানুষেরা নানা ভাবে ক্ষতির মুখে পড়ছেন। আর এসব অপকর্মের মদদ দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এই ব্যাপারে জানতে ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ তালুকদারকে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

সর্বশেষ