ধামইরহাটে থানার পাশে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

ধামরহাট (নওগাঁ) থেকে স্টাফ রিপোর্টারঃ ধামইরহাটে থানার পাশে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

৩০ শে অক্টোবর রোজ শনিবার বিকেল আনুমানিক ৫ টায় ধামইরহাট পৌরসভা সদর চকযদু গ্রামের দর্জি জাহিদুল ইসলাম এর বাড়িতে চুরি হয় বলে জানাগেছে।

এসময় নগদ ১৭০০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা স্বর্নের চেন ও এক জোরা কানের ফুলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন,
আমার সারাজীবনের কস্টে উপার্জনের সব নিয়ে গেছে চোর। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি খুব দ্রুত চোরকে আইনের আওতায় এনে আমার মালামাল উদ্ধার করে চোরের শাস্তি নিশ্চিত করা হক।

ধামইরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার ফারুক হোসেন বলেন,
ইতিপূর্বে আমার এলাকায় বেশ কিছু ছোট বড় চুরি হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী খুব চিন্তিত এর একটা প্রতিকার হওয়া উচিত আমাদের আতংকে থাকতে হয় সব সময়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে বাড়ী মালিক জাহিদুল ইসলাম থানায় মৌখিক অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

সর্বশেষ