আর্থার রোডের আশেপাশে যানজট, অতিরিক্ত পুলিশ মোতায়েন

বলিউডে গত এক মাস ধরে সবচেয়ে বেশি আলোচনায় আছেন আরিয়ান। ভারতের চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা তো বলেই দিয়েছেন, শাহরুখ খানের ছেলে হওয়ার সুবাধে আরিয়ান ছিল তারকা, আটক হওয়ার পর সে এখন মহাতারকা। সেই আরিয়ান আজ শনিবার মুক্তি পাবেন।

আরিয়ানের মুক্তির খবর প্রচার করতে সকাল থেকেই তাই আর্থার রোডের জেলের সামনে লেগে গেছে সাংবাদিকদের ভিড়। শুধু কী তাই, আর্থার রোডের আশেপাশের সড়কগুলোতে যানজট লেগে গেছে। পরিস্থিতি মোতায়েনে সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। আগাম ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এরইমধ্যে শাহরুখ ছেলেকে নেওয়ার জন্য জেলে পৌঁছেছেন হয়েছেন। দুপুর ১২টার মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বের হবেন আরিয়ান। দীর্ঘ ১ মাস পর ছাড়া পেয়ে আরিয়ান এখন স্বস্তিতে। জানা গেছে, আরিয়ানের জামিনের বন্ডে সই করেছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ানকে। তার বিরুদ্ধে মাদক গ্রহণ-বিক্রি সংশ্লিষ্ট আইনে অভিযোগ আনা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ