আকরামুল হাসান মিন্টু মুক্তির দাবিতে নরসিংদী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মনির হোসেন শাওনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক,বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুর জামিন নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। তারই ধারাবাহিকতায় ধাপে ধাপে ভিন্ন মহানগর,বিশ্ববিদ্যালয়,জেলা,কলেজ,উপজেলার বিভিন্ন ইউনিটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আসছে ছাত্রদল। ২৮ অক্টোবর আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবি ঢাকা সিলেট মহাসড়কে (নরসিংদী সদর) বিক্ষোভ মিছিল করেন নরসিংদী জেলা ছাত্রদল। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন নরসিংদী জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের বিষয়ে নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম অপুর সাথে কথা হলে, তিনি গণমাধ্যমকে জানান – দেশের এই ক্লান্তি লগ্নে এই ফ্যাসিবাদী সরকার নিজেদের নীল নঁকসা সফল করতে ছাত্রদলের প্রভাবশালী সফল সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু কে গ্রেফতার করেছে।তারেক রহমান কে দেশে আসার জন্য দিচ্ছে না ও আজকে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই স্বৈরাচারী সরকার।তিনি আরো বলেন,মামলা-হামলা দিয়ে নরসিংদী জেলা ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না,দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ছাত্রদলের যে কোনো সিদ্ধান্তে নরসিংদী জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।এবং অবিলম্বে ছাত্রদলের প্রাণভোমরা,নরসিংদী জেলার কৃতি সন্তান, বি এন পি নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবি করেন তিনি। নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সচিব মাঈনুদ্দিন ভূইয়া গণমাধ্যমকে বলেন,বর্তমান সরকার মনগড়া মতো কাজ করে যাচ্ছে।নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করছে।ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু কে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে।অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবি করেন তিনি।
Seen by ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি at 9:48 PM

সর্বশেষ