পয়:নিষ্কাশন নিরাপদ পানি ব্যবহারে সচেতন করছে TMSS ও WaterCredit Program

পয়:নিষ্কাশন নিরাপদ পানি ব্যবহারে সচেতন করছে TMSS ও WaterCredit Program

স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন, নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান ও ব্যবহারে সমাজের পিছিয়েপড়া জনগোষ্টির মাঝে সচেতনতা তৈরি করছে TMSS, WaterCredit Program

টিএমএসএস, WaterCredit প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে কাজ করছে ।

স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন, নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান ও ব্যবহারে সমাজের পিছিয়েপড়া জনগোষ্টির মাঝে সচেতনতা তৈরি করতে water.org -এর আর্থিক সহায়তায় টিএমএসএস-তার মাঠকর্মীদের কিছুদিন পরপর প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলছে।
২২ অক্টোবর ২০২১ ইং টিএমএসএস-লক্ষীপুর-জোনের অধীন মাঠকর্মীদের দিনব্যাপী রিফ্রেশমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপকারভোগীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান,ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে টিএমএসএস-এর মাঠকর্মীদের উক্ত রিফ্রেশমেন্ট ওয়ার্কশপে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, টিএমএসএস কুমিল্লা ডোমেইনের ডোমেইন প্রধান জনাব মোঃ রফিকুল ইসলাম, WaterCredit Program-চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব তাজউদ্দিন আহমদ (তাজ), লক্ষীপুর জোনের জোন প্রধান জনাব দেব নারায়ন সাহা।

সর্বশেষ