slot online

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজিএমইএ-এর নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুরে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ এরপর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেন।
এ সময় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল মান্নান কচি-সহ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ