সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হেরেছে বাংলাদেশ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দশম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় মেহেদী হাসানের শিকার হয়ে ফিরেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। গেইলের বিদায়ে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি অন্য ওপেনার এভিন লুইস ফিরেন ৬ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে। এইদিন ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারেনি শিমরন হেটমেয়ার ফিরেছেন মেহেদী হাসানের দ্বিতীয় শিকার হয়ে ৯ রান করে। দলের এমন পরিস্থিতিতে তাসকিনের দুর্দান্ত রান আউটে শূন্য রানে ফিরেন আন্দ্রে রাসেল।

দলের এমন বিপর্যয়ে পঞ্চম উইকেটে নিকোলাস পুরানকে সঙ্গী করে ৫৭ রানের জুটি গড়েন রোস্তম চেজ। ৪২ বলে ১টি চার আর ৪টি বিশাল ছক্কায় ব্যক্তিগত ৪০ রানের মাথায় শরিফুল ইসলামের শিকার হয়ে পুরান ফিরলে ভাঙে দুইজনের পঞ্চম উইকেট জুটি। পুরানের বিদায়ের পরের বলে বিদায় নেন সঙ্গী চেজও শরিফুলের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেন ৪৬ বলে ৩৯ রান করে।তবে নিজেদের ইনিংসের শেষ ওভারে পোলার্ড এবং হোল্ডারের তিন ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৪২ রানের ছোট সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে দলীয় ২১ রানের মাথায় সাজঘরে ফিরেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করতে নামা সাকিব আল হাসান। সঙ্গীকে হারিয়ে বেশিদূর যেতে পারেনি অন্য ওপেনার নাইম শেখ জেসন হোল্ডারের শিকার হয়ে ফিরেন ১৭ রান করে। দ্রুত দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশ দলের ইনিংস মেরামতের দায়িত্ব তখন সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটে। তবে সফল হতে পারলেন না সৌম্য আকিল হোসেনের বলে ব্যাটের কানায় লেগে ক্রিস গেইলের তালুবন্ধি হয়ে ফিরেন ১৭ রানে।

সৌম্যর বিদায়ে লিটনকে নিয়ে এগিয়ে যেতে চাইছিলো অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে ক্যারিবীয় পেসার রবি রামপলের বলে ভুল শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ৮ রানে ফিরেন মুশফিক। মুশফিকের বিদায়ে অধিনায়ক মাহমুদউল্লাহকে সঙ্গী করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো লিটন। তবে ডোয়াইন ব্রাভোকে উড়িয়ে মারতে গিয়ে হোল্ডারের হাতে ধরা পড়েন লিটন। করেন ৪৩ বলে ৪৪ রান। শেষ পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশের হয়ে লড়াই করলেও অধিনায়ক মাহমুদউল্লাহ এনে দিতে পারেনি দলকে জয় নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ আটকে যায় ৫ উইকেটে ১৩৯ রানে। ব্যাট হাতে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩১ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল, ব্রাভো, রাসেল, হোল্ডার এবং রামপল নেন একটি করে উইকেট।

সর্বশেষ