সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় বৃদ্ধি
ঢাকা ২৮ অক্টোবর ২০২১:
চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স¦াধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবীয় মূল্যবোধ সম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য ও স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক/পরিচালক/চলচ্চিত্র/নির্মাতা/চলচ্চিত্র ব্যক্তিত্ব/সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান/ লেখক/চিত্রনাট্যকারদের নিকট থেকে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের নিমিত্ত কতিপয় শর্তে গত ১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের শেষ সময় আগামী ৩১ অক্টোবর নির্ধারিত ছিল।
বর্তমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলি অপরিবর্তিত রেখে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।