জয়পুরহাট র‌্যাব-৫ কর্তৃক ০৯ জন মাদকসেবী আটক

স্টাফ রিপোর্টারঃ RAB-5 জানায়,বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ৩১ অক্টোবর ২০২১ ইং তারিখ ২.৩৫ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মালঞ্চা গ্রামস্থ ফকিরপাড়া মোড় হতে মাদকসেবী ১। মোঃ বিপ্লব হাসান বিটুল (৩০), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-টিএন্ডটি পূর্ব বালিঘাট, ২। মোঃ মজিবর রহমান সাগর (৫০), পিতা-মৃত রিয়াজ উদ্দিন সরকার, সাং-পূর্ব বালিঘাটা, ৩। মোঃ রয়েদুল মন্ডল (৩৩), পিতা-মোঃ দেলদার মন্ডল, ৪। মোঃ মমিনুল ইসলাম (৪৫), পিতা-মৃত আঃ রহমান, উভয় সাং- বড় নারায়নপুর, ৫। শ্রী সিদেন চন্দ্র (৫২), পিতা-মৃত সুরেন চন্দ্র, সাং-দমদমা, ৬। মোঃ আমিনুল ইসলাম (৫০), পিতা-মৃত ইয়াদ আলী, সাং-চোরা কেশবপুর, ৭। মোঃ রাসেল (৩৭), পিতা-মোঃ শুকুর আলী, সাং-সিতা মাতখোর, ৮। মোঃ আশরাফুল ইসলাম (৩৮), পিতা-মৃত আকতার উদ্দিন, সাং-পূর্ব রামচন্দ্রপুর, ৯। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-বাগজানা, সর্ব থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদেরকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ধৃত মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ