ইলিশ প্রজনন মৌসুমে  ২২ দিনের  নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী

ইলিশ প্রজনন মৌসুমে  ২২ দিনের  নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী

ইলিশ প্রজনন মৌসুমে  ২২ দিনের  নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী

 

ঢাকা ২৭ অক্টোবর ২০২১ :

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৮৮ কোটি টাকা মূল্যের ১ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল ও ২১০০ কেজি ইলিশ মাছ আটক করে বাংলাদেশ নৌবাহিনী।

ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকুলীয় এলাকার নদ-নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশঢ়ল§য় দ্মন্ড¡ব£ঁ ল¡ব্জ¡ঢ়¡ঁ বিতরণ করা হয়।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান গত ০৪ অক্টোবর ২০২১ হতে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলে।

অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সর্বশেষ